জীবন সাধনা
- আনোয়ার হোসেন সোহাগ ২৮-০৪-২০২৪

জীবন শুধু স্বপ্নে ভরপুর নয় রয়েছে কণ্টকাকীর্ণ বাস্তবতা।
জীবন শুধু ডাইরির পৃষ্ঠা নয় বরং প্রবহমান নদীর স্রোত ধারা।
জীবন শুধু নয় ব্যর্থতায় মোড়ানো চাদর
আছে পরিশ্রমে সফলতার গান।
জীবন শুধু নয় সময়ের অপচয়
আছে নিজেকে অবিনশ্বর করার সুযোগ।
যদি জীবন হয় সাধনা তবে লক্ষ্য হোক জীবন যুদ্ধে বিজয় ছিনিয়ে আনা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
১২-০৬-২০২০ ০৫:২৭ মিঃ

অসাধারণ প্রকাশ